মিশর যাচ্ছেন মেহজাবীন, সঙ্গী কে?



ছোট পর্দা একের পর এক হিট-সুপারহিট নাটক উপহার দিয়েছেন। অথচ সিনেমার নাম লেখাননি মেহজাবীন চৌধুরী। দুই বছর হল নাটকে কাজ কমিয়ে সিনেমায় মনোযোগী হয়েছেন তিনি। গেলে মাসেই তার প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে ফিরলেন টরন্টো হয়ে কোরিয়ার বুসান উৎসব থেকে। সেই রেশ কাটতে না কাটতেই ফের ঘোষণা দিলেন মিশরে যাওয়ার। এবার আর সঙ্গে ‘সাবা’ নয়, নিয়ে যাচ্ছেন নতুন সিনেমা ‘প্রিয় মালতী’কে নিয়ে।


আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের একটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ১৩ থেকে ২২ নভেম্বর এ উৎসব চলবে মিশরের কায়রো শহরের কায়রো অপেরা হাউজে। উৎসবে অংশ নেবেন বিশ্বের নামীদামী নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা। তাদের সঙ্গে এবার ‘প্রিয় মালতী’র সুবাদে থাকছে বাংলাদেশেরও নাম।



সম্মানজনক এই উৎসবের ৪৫তম আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে মেহজাবীনের সিনেমাটি। ইংরেজিতে যার নাম ‘হুইসপারস অব আ থ্রাস্টি রিভার’। ৪ নভেম্বর বাংলাদেশ সময় বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ। সঙ্গে মেহজাবীনও।



সিনেমাটির চিত্রনাট্য করেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাইদ রানা। গল্প রচনা ও পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত। এতে মালতী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।



তিনি বলেন, ‘কাজ করার সময় তো আর ফেস্টিভ্যালের কথা মাথায় থাকে না। তবে কষ্ট করে কাজটি করার পর যখন আন্তর্জাতিক উৎসবগুলোতে সিলেক্ট হয়, তখন খুব ভালো লাগে।’



শঙ্খ জানান, কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে ৪টি প্রদর্শনী রয়েছে ‘প্রিয় মালতী’র। যার মধ্যে ২টি উৎসবে আসা দর্শকদের জন্য, ১টি প্রেস শো এবং জুরিদের জন্য হবে আরেকটি প্রদর্শনী। শো–গুলোর শুরু ও শেষে থাকবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। যাতে অংশ নেওয়ার কথা নির্মাতা-অভিনেত্রীর।



মেহজাবীন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভীসহ আরো অনেকে।

মিশর যাচ্ছেন মেহজাবীন, সঙ্গী কে? মিশর যাচ্ছেন মেহজাবীন, সঙ্গী কে? Reviewed by usa on November 18, 2024 Rating: 5

No comments:

Recent In Internet

Powered by Blogger.