ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটি মিলবে দুইবার, পাবেন যেভাবে


 

ডিসেম্বর মাসে দুইবারে টানা ৪ দিন করে ছুটি পাওয়ার সুযোগ আসছে সরকারি চাকরিজীবীদের। প্রথমবার সুযোগ পাবেন আগামী ১৩ ডিসেম্বর। দ্বিতীয়বার একই সুযোগ আসবে ২৫ ডিসেম্বর।

ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটি পড়েছে। ১৩ ও ১৪ ডিসেম্বর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। কোনো সরকারি চাকরিজীবী বা ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ১৫ ডিসেম্বর রোববার ছুটি ম্যানেজ করতে পারলে টানা চারদিন ছুটি ভোগ করতে পারবেন।

এছাড়া ২৫ ডিসেম্বর (বুধবার) বড় দিনের ছুটি। তাই ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চারদিন ছুটি পেতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে আগামী ২৪ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন) হচ্ছে খ্রিষ্টান পর্বের ঐচ্ছিক ছুটি।

ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হয়।

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটি মিলবে দুইবার, পাবেন যেভাবে ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটি মিলবে দুইবার, পাবেন যেভাবে Reviewed by usa on December 01, 2024 Rating: 5

No comments:

Recent In Internet

Powered by Blogger.